০৯/০৭/২০২৫, ০:২৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
০৯/০৭/২০২৫, ০:২৭ পূর্বাহ্ণ

বন্যা পরিস্থিতিতে এনজিও প্রধানদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে এখন পর্যন্ত দেশের ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯ লাখের বেশি মানুষ।

দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।’

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন