25 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত

‘তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হলো ‘বিশ্ব বসতি দিবস’। 

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী হলরুমে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়।

আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী রবিউল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো: হাদিসুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাসস্থান দেশের নাগরিকদের একটি মৌলিক অধিকার। এজন্য পরিকল্পিতভাবে গ্রাম ও শহরের পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই নগররায়ন গড়ে তুলতে হবে।

১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোঘণা করে৷ তার পরের বছর অর্থাৎ ১৯৮৬ সাল থেকেই বিশ্বব্যপী পালন হয়ে আসছে দিবসটি। প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য এই দিবসে। প্রথম বারের প্রতিপাদ্য ছিল, ‘বাসস্থান আমার অধিকার’। 

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন