১৯/০৬/২০২৫, ০:৩৬ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৩৬ পূর্বাহ্ণ

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) জেলার বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার, শ্রমিক নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত প্রকৃত অর্থে শ্রম দিবসের চেতনা বাস্তবায়িত হবে না।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

পড়ুন: বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন