১০/১১/২০২৫, ২৩:২৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনার খেয়াঘাটে ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

বরগুনা সদর উপজেলার বড়ইতলা-বাইনচটকি খেয়াঘাটসহ জেলার সকল খেয়াঘাটে ভাড়া কমানো এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খেয়া ভাড়া স¤পূর্ণ মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে “আমরা বরগুনাবাসী” ব্যানারে বড়ইতলা, পুরাকাটা খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমি, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নুরুল আলম, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন হাজারো গরিব ও অসহায় মানুষ বরগুনার বিভিন্ন খেয়াঘাট দিয়ে জরুরি প্রয়োজনে পারাপার করেন। বর্তমানে খেয়া পারাপারে জনপ্রতি ২৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, “এই ভাড়া কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করতে হবে এবং স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেয়া ভাড়া স¤পূর্ণভাবে মওকুফ করতে হবে।” মানববন্ধনে আরও জানানো হয়, দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এনএ/

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন