বরগুনায় মেয়ের ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের বাড়িতে পরিবারের খোঁজ খবর নিতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও আমীরে জামায়াত ডা শফিকুর রহমান। আর্থিক সহায়তার পাশাপাশি, সার্বিক সহায়তার আশ্বাস দেন তাঁরা।
সোমবার (১৭ মার্চ) সকাল আটটার দিকে বরগুনার কালীবাড়ি সংলগ্ন নিহত মন্টু দাসের বাড়িতে ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও ০২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি অসহায় পরিবারটির সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি নিহতের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১ লক্ষ টাকা অর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এর আগে গতকাল ভুক্তভোগী পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান।

এদিকে, সকাল ১০ টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে হেলিকপ্টারে চড়ে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে ছুটে যান নিহত মন্টুদাসের পরিবারের কাছে। তিনি নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি ধর্ষক ও তাঁর পিতা নিহত মন্টু দাসের হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।
উল্লেখ্য ৪ মার্চ সপ্তম শ্রেণির ঐ শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৫ মার্চ স্থানীয় সিজীব চন্দ্র রায়ের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঐ দিনই অভিযুক্ত সিজীবকে গ্রেপ্তার করে।
পরর্তীতে, ১১ মার্চ দিবাগত রাতে ধর্ষণ মামলার বাদি মন্টু দাসের মরদেহ উদ্ধার হলে ১২ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সদর থানায় মামলা করা হয়।
পড়ুন: এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা আটক
দেখুন: বরগুনার জামাই হলেন সারজিস আলম |
ইম/