০৮/১১/২০২৫, ০:৫২ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনার নিদ্রা সৈকতে রাস উৎসব

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলীর নিদ্রার সৈকতে শেষ হলো শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সূর্যের আলো ফোটার আগেই নিদ্রা সৈকতে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও ব্রহ্ম মুহুর্তে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রনাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন।পুণ্যলাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। এর আগে রাস উৎসবকে ঘিরে গতকাল রাতে সৈকতের পারে শ্রীশ্রী রাধাগোবিন্দ ছবি স্থাপন কির্তন ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানা যায়, এবারের উৎসবে থাকছে বিশেষ কিছু আয়োজন, যা এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ২০২৫ সালের রাস উৎসবে স্থানীয় শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন, যার মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেমকাহিনী বিষয়ক নাটক, সংগীতানুষ্ঠান এবং নৃত্য।পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর নিদ্রা সৈকতে শেষ হয় রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় শতশত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রা সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাস উৎসব আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই দিনে তালতলী যেন এক নতুন রূপে সেজে ওঠে। নতুন প্রজন্মকে ঐতিহ্য শেখানোর এক অনন্য সুযোগ এটি।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ নিদ্রা সৈকতে পুণ্যস্নানে অংশ গ্রহন করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পড়ুন: নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন