বরিশালে বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ প্রভাবশালী নেতাকর্মীর সাংগঠনিক ও প্রাথমিক পদ তিনমাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র।
বালুমহালের দরপত্র দখল করতে এক সেনাসদস্যকে অপহরণ করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের হওয়া মামলার পর এ সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা ও স্ব-স্ব সংগঠনের চিঠিতে এ তথ্য জানা গেছে।

বিএনপির চিঠিতে বলা হয়, বরিশালে বালু মহলের দরপত্র জমাদানকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের সাংগঠনিক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত স্থগিত হওয়া ৮ নেতাকর্মী হলেন- হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, জেলা ছাত্রদলের সাবেক সাবেক সহ-সভাপতি নূর হোসেন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, বিএনপি কর্মী মো. রুবেল, মো. বেলায়েত হোসেন ও মো. জাহিদ।

এছাড়াও ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসানকেও আগামী তিন মাসের জন্য প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
পদ স্থগিত হওয়া নেতাকর্মীদের মধ্যে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবদল কর্মী নূর হোসেন এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার সোমবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। আটক হওয়ার পর এ ঘটনায় ভূক্তভোগী আবদুল মতিন কাজীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। বর্তমানে এ তিনজন নেতাকর্মী কারাগারে আছেন।
পড়ুন : বরিশালে ২ সাংবাদিককে পিটিয়েছে ছাত্রদল নেতারা : মোটরসাইকেলে অগ্নিসংযোগ