বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার তাকে ঢাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমিন তাকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
৪ আগষ্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন।
জিআরও এনামুল হক জানান, মামলার আসামী হিসেবে ঢাকা মহানগর ডিবি পুলিশ হেমায়েতউদ্দিন সুমন সেরনিয়াবাতকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
তন্ময় দাস, বরিশাল