19 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

‘বর্ডার ২’ তে সুনীল শেট্টির জায়গায় থাকছেন তার ছেলে আহান শেট্টি

দীর্ঘ বিরতির পর আসছে ‘বর্ডার’ সিনেমার সিকুয়েল। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে প্রথম কিস্তির অনেকেই নেই নতুনটিতে। অনুরাগ সিংয়ের এ ছবিকে ঘিরে উঠে এসেছে নতুন তথ্য। ‘বর্ডার ২’ তে এবার থাকছেন না সুনীল শেঠি। কিন্তু তাঁর জায়গায় থাকছেন তাঁর ছেলে আহান শেঠি।

‘বর্ডার ২’-এর তারকাখচিত অভিনেতাদের দলে নাম লেখালেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি। গত বৃহস্পতিবার এ ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সুনীলের ছেলে নিজেও এই খবর ঘোষণা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এক ভিডিওতে আহান লেখেন, ‘জীবনের কাজকর্ম কেমন অদ্ভুত তাই না? আমার বর্ডারের সফর ২৯ বছর আগে শুরু হয়েছিল যখন আমার মা আমায় গর্ভে নিয়ে ছবির সেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি বড় হয়েছি ওপি দত্তের নানান বিস্ময়কর গল্প শুনে। জেপি দত্ত কাকুর হাত ধরেছি। আমি বুঝিনি কখন সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। এবং অবশ্যই ভারতীয় সেনা বাহিনীর প্রতি।’

১৯৯৭ সালের বর্ডার ছবিতে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই ছবিতে ছিলেন সুনীল শেট্টি, সানি দেওল, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না। এই আসন্ন বর্ডারের সিক্যুয়েলে থাকবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঁঝ সহ অনেকেই। ‘বর্ডার ২’ ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন