‘পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার নানা আয়োজনে বরগুনায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে সুরঞ্জনা ইকো ট্যুরিজম ও রিসোর্টের র্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে বরগুনা জেলা প্রশাসক এর কার্যালয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
পরে জেলা প্রশাসকের চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণজয়ন্তী মিলনায়তনে শুরু হয় আলেচনা সভা । অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।