বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করে নিয়েছে পটুয়াখালীবাসী।
নববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার সকাল আটটায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ডিসি স্কয়ারে বৈশাখী গ্রামীণ ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রেনী প্রেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ বৈশাখী সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এর নেতৃত্বে সার্কিট হাউজের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শামিম ও সাধারন সম্পাদক জাকারিয়া আহম্মেদ সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : পটুয়াখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৪০ হাজার