26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বলিউডের সুনিধি চৌহান কণ্ঠস্বরের কারণে গান গাওয়ার সুযোগ পাননি!

বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র সুনিধি চৌহান। মাত্র ১৩ বছর বয়সে প্লে-ব্যাক সিঙ্গিং-এর দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। দেখতে দেখতে ২৮ বছর পার করে ফেলেছেন। কেরিয়ারে অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন সুনিধি, ব্যক্তিগত জীবনেও এসেছে ঝড়-ঝাপটা। তবে সবকিছু সামলে অটুট থেকেছে গায়িকার মিউজিক্যাল জার্নি। অথচ এক সময় কণ্ঠস্বরের কারণেই কাজ পাননি সুনিধি। গায়িকার কণ্ঠে পুরুষালি ভাব লক্ষ্য করেছিলেন বলে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাঁকে। সুনিধি চৌহান সেই সব অজানা কথাগুলো জেনে নেওয়া যাক।

কণ্ঠস্বরের কারণে গান গাওয়ার সুযোগ পাননি বলিউডের সুনিধি চৌহান!
কণ্ঠস্বরের কারণে গান গাওয়ার সুযোগ পাননি বলিউডের সুনিধি চৌহান!

১৯৮৩ সালের ১৪ অগস্ট নয়াদিল্লিতে জন্ম স্টার মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল সুনিধির। পাঁচ বছর বয়স থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত ছিলেন। পাড়ায় কোনও গানের অনুষ্ঠানের আয়োজন হলেই ডাক পড়ত সুনিধির। ১৩ বছর বয়সে হিন্দি ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান সুনিধি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাস্ত্র’ ছবিতে গান গেয়েছিলেন কিশোরী সুনিধি। তার পর গানের একটি প্রতিযোগিতায় বিজয়ী হন। সেখান থেকে আরও একটি হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ পান। রামগোপাল বর্মার পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাস্ত’ ছবিতে গান গেয়ে পরিচিতি তৈরি হয় সুনিধির।

বলিউডে ১৩ বছর বয়সে হিন্দি ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান সুনিধি

বলিউডে জনপ্রিয়তার শুরু

২০০০ সালে বলিউডে মুক্তি পাওয়া ‘ফিজা’ ছবিতে ‘মেহবুব মেরে’ গানটি গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়িকা। চার বছর পর ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম’ ছবিতে ‘ধুম মচালে ধুম’ গানটি গাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘পরিণীতা’, ‘দস’, ‘চামেলি’, ‘ওমকারা’, ‘অকসর’, ‘৩৬ চায়না টাউন’, ‘আজা নাচলে’, ‘লাভ আজ কাল’, ‘রব নে বানা দি জোড়ি’, ‘খাকী’, ‘ধুম ২’, ‘ফনা’, ‘শিবায়’-এর মতো হিন্দি ছবিতে গান গেয়েছেন সুনিধি চৌহান।

গানের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করতেও দেখা গিয়েছে সুনিধিকে। এছাড়া ‘প্লেয়িং প্রিয়া’ নামের স্বল্পদৈর্ঘ ছবিতে অভিনয়ও করেন সুনিধি।সঙ্গীতের ক্ষেত্রে কখনই প্রতিষ্ঠানগত প্রশিক্ষণ নেননি এই গায়িকা। রেডিয়ো এবং ক্যাসেটে গান শুনেই গান তুলতেন তিনি। ১১ বছর বয়স থেকে ইংরেজি গান গাওয়া রপ্ত করে ফেলেন।

বলিপাড়া সূত্রে খবর, এক একটি গান করতে ১০ থেকে ১৫ লক্ষ রুপি পারিশ্রমিক পান সুনিধি। ২০০২ সালে মাত্র ১৮ বছর বয়সে সঙ্গীত পরিচালক ববি খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গায়িকা। কিন্তু বিয়ের পর তাঁদের সম্পর্ক এক বছরও টেকেনি। ২০০৩ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন দুইজন। ববির সঙ্গে বিচ্ছেদের পর হিতেশ সোনিকের সঙ্গে সম্পর্কে জড়ান সুনিধি। দু’বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালের ২৪ এপ্রিল হিতেশকে বিয়ে করেন।

বলিউডে প্রথম সারির গায়িকা হিসাবে পরিচিতি গড়ে তুলেছেন সুনিধি চৌহান

তাঁর স্বর যে পুরুষালি সেই মন্তব্যও শুনতে হয়েছিলো তাকে। পুরুষালি স্বর হওয়ার জন্য অনেক রকম গান গাওয়ার সুযোগ পেতেন না সুনিধি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘কেউ মিহি গলায় গান করেন, কেউ আবার ভারী গলায়। তার মাঝামাঝি কেউ সুর বাঁধলে তাকে কী বলা হয় তা জানেন না অনেকেই। তাই হয়তো পুরুষালি স্বরের অধিকারিণী বলে দাবিয়ে দেওয়া হয়েছে আমায়। তবে আমি তা প্রশংসা হিসাবেই নিয়েছি।’’

এই বলিউডের গায়িকা আরো বলেন, ‘এক সংগীত পরিচালক আমাকে বলেছিল, ‘এই ধরণের কণ্ঠ কাজ করেনা, তোমার কণ্ঠ খুব ভারি। অভিনেত্রীর গলায় পুরুষের কণ্ঠস্বর মনে হবে। ব্যাগ প্যাক করো,বাড়ি চলে যাও’। পরবর্তিতে ধুম মাচালে, ছালিয়া, কেইসি পাহেলি এবং শিলা কি জাওয়ানি গানে তিনি সেই দুই সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করেন। এখন অনেক মানুষের জীবন ছুঁতে পেরেছি এই কন্ঠের সুবাদেই’।

এক পুরনো সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছিলেন, বলিপাড়ার বহু সঙ্গীত নির্মাতা তাঁকে শুধুমাত্র আইটেম সং গাওয়ার জন্য অনুরোধ করতেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অজনবি’ ছবির ‘মেরি জিন্দেগি মে’ গানে কুমার শানুর সঙ্গে গলা মিলিয়েছিলেন সুনিধি। গায়িকা জানান, বলিপাড়ার খ্যাতনামী সঙ্গীতশিল্পী অনু মালিক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সুনিধি যে নরম সুর আর তালের গানও গাইতে পারেন তা জানিয়েছিলেন অনুই। তারপর থেকেই সুনিধি রোম্যান্টিক ঘরানার গান গাওয়ার অনুরোধ পেতে শুরু করেন।

গানের পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত সুনিধি। কোনও কোনও অনুষ্ঠানের উপার্জনের টাকা পুরোটাই সমাজসেবার জন্য দান করে দেন তিনি। সমাজমাধ্যমে তাঁর অনুরাগী মহল নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সুনিধির অনুরাগী সংখ্যা ২১ লক্ষের গÐি পার করে ফেলেছে। এখনও কেরিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত রয়েছে সুনিধির জীবনযাত্রা। আনেকদিন পর বাংলা ছবিতেও গান গেয়েছেন সুনিধি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘একটু সরে বসুন’ ছবিতে অনিন্দ্যর সুরে গান গেয়েছেন তিনি।

টিএ/

দেখুন: বলিউড তারকারা কে কত বিদ্যুৎ বিল দেন মাসে? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন