15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, ২০০ সেনা অপহরণ

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র এই হামলার মাধ্যমে হামলাকারীরা সামরিক ঘাঁটিটি দখল করে নেয় এবং কমপক্ষে ২০০ সৈন্যকে অপহরণ ও জিম্মি করে।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে অন্তত ২০০ সৈন্য জিম্মি রয়েছে।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরে অপহৃত সেনাদের পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় দেখা গেছে। তাদের ঘিরে রেখেছে সশস্ত্র হামলাকারীরা। এ ছাড়া হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।

তিনটি সামরিক ইউনিটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বহু সমর্থক কোচাবাম্বা শহরে বাস করে। এই সমর্থকেরা গত ১৯ দিন ধরে সারা বলিভিয়ায় অবরোধ পালন করছে। তাদের দাবি, সাবেক প্রেসিডেন্ট মোরালেসের বিরুদ্ধে ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের তদন্ত বন্ধ করতে হবে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন