23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ছুটির দিনে বসন্তের বই মেলায় ভালবাসার ছোঁয়া

মাঘের শেষে আজ বইমেলায় বসন্তের আগমন। বাসন্তী রঙের শাড়ী, খোপায় ফুল, হলুদ আর লালচে পাঞ্জাবীর দর্শনার্থী আর বইপ্রমীদের যেন উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গনে। বসন্ত – ভালোবাসার সঙ্গে বইয়ের রাজ্যে তাদের রসায়ন ছিলো বেশ। নবীণ থেকে প্রবীণ বাদ যায়নি কেউ।

বইমেলায় বসন্তের আমেজ এ যেন বরাবরই বইপ্রেমীদের কাছে এক বাড়তি পাওয়া। তাই উদযাপনেও নেই কার্পণ্য।

বিভিন্ন স্টল ঘুরে জানা  যায় এ বছর তরুণ লেখক আর  প্রেমের উপন্যাসের চাহিদা বেশী । তবে পিছিয়ে নেই শরৎচন্দ্র, বঙ্কিম কিংবা হূমায়ূন আহমেদ।

বসন্তের বিশেষ দিনে প্রিয়জনদের উপহার দিতে  কেউ খুজছেন নতুন বই  আাবার  বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কেউবা হচ্ছেন স্মৃতিকাতর।  এদিকে কেউ কেউ করছেন নতুন লেখকদের সমালোচনা

ফাগুনের আগুন ঝরা দিনে প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বইপ্রেমীরাও  যেন মেতে উঠেছে বসন্ত বরণে । পাঠকদের প্রত্যাশা,  আগামী প্রজন্ম কে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে যেন বজায় রাখা হয় বই উৎসবের এই ধারা।

পড়ুন : শিমুল বাগানে রঙ, ভালোবাসার উচ্ছ্বাস

দেখুন : পহেলা ফাল্গুনে বসন্ত ভালোবাসায় মাখামাখি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন