31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বসন্তের আগমনী ও ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকের ঢল

বসন্তের আগমনে সমুদ্রপাড়েও ফাল্গুনের রং ছড়িয়েছে। বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে উপলক্ষ করে, প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, সাগর কন্যার সৌন্দর্যে হারিয়েছে নানা বয়সের ভ্রমণ পিপাসুরা।

ফাগুনের রং আর ভালোবাসায় মেতেছে সাগরকন্যা কুয়াকাটা। দিবস দুটি উপলক্ষ্যে কুয়াকাটায় ঢল নেমেছে নানা বয়সী পর্যটকের। সমুদ্র পাড়ে প্রিয়জন আর পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অনেকেই।

সৈকতের জিরো পয়েন্ট, গঙ্গামতি, লেম্বুরবনসহ বার্মিজ মার্কেটগুলোতে ভ্রমিয়াদের পদচারণা বেড়েছে। ভ্রমণপিপাসুদের আগমনে বিকিকিনি বেড়েছে দোকানিদের। ভিড় হোটেল-মোটেলগুলোতে।

আগত পর্যটকদের জন্য নিরাপদ খাবার আর নিরবিচ্ছিন্ন সেবার আশ্বাস হোটেল-মোটেল কর্তৃপক্ষের। নিরাপত্তা নিশ্চিতে বাড়তি তদারকি করছে ট্যুরিস্ট পুলিশ।

সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট পর্যটকরা। পদ্মাসেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থাও এখন সহজ। তাই বছর জুড়েই কুয়াকাটায় ভীড় থাকে মানুষের।

এনএ/

দেখুন: ‘যারা বসন্তের কোকিল হিসেবে বছরে একদিন যান, তাদের কে মানুষ আপন মনে করেন না’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন