বাজারে পর্যাপ্ত মজুদ থাকলেও প্রতি কেজি চালে বেড়েছে ৫ টাকারও বেশি। গরীবের মোটা চালে বস্তা প্রতি বেড়েছে ২০০ টাকা। সবজির বাজার কিছুটা কমতির দিকে থাকলেও ৫০ টাকার নিচে কোনোটিই মিলছে না। এদিকে, আরেক দফা বেড়েছে চিনি ও আলুর দাম।
থরে থরে সাজানো চালের বস্তাই বলে দিচ্ছে মজুদ পর্যাপ্ত। চাল দোকানিদের অলস বসে থাকাই জানান দিচ্ছে ক্রেতা খুব একটা নেই। তবুও চালের বাজার উর্ধ্বমুখী।
প্রতিটি চালেই কেজি প্রতি বেড়েছে ৫ টাকার বেশি। সবচেয়ে বেশি বেড়েছে গরীবের মোটা চাল। বস্তায় বেড়েছে ২০০ টাকার বেশি। অর্থাৎ ৫০ টাকায়ও মিলছে না মোটা চাল।
গেলো কিছুদিন আগে সবজির বাজার ছিলো আকাশচুম্বী। সেই দাম বিক্রেতারা বলছেন পড়তির দিকে। তবুও কোন সবজিই মিলবে না অর্ধশত টাকায়। বরবটি ১০০, টমেটো, গাজর, এসব কিনতে গুনতে হবে ২০০ টাকার কাছাকাছি। এক ঢেড়শ মিলবে ৫০ টাকা কেজি।
চিনিতেও বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা। পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকা হলেও আলুতে আরও ৫ টাকা বেড়েছে।