১৫/১১/২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদেরের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছুই ভস্মীভূত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হতে পারে। তবে এখনো সঠিক হিসাব করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, “প্রথমে আমাদের কেউ সরাসরি খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি।অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতা পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দানশীল ব্যক্তিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন: বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেখুন: যশোরে হরিহর নদ দখল করে চলছে মাছ চাষ, বালু উত্তোলন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন