28 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

বাংলাদেশকে হারানোর দিনে টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড


সাদা পোশাকে ব্যর্থতার পর রঙিন পোশাকেও শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় হারের লজ্জা দিলো স্বাগতিকরা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সুরিয়াকুমার যাদবের দল।

এর আগে গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। একের পর এক উইকেট হারিয়ে টালমাটাল নাজমুল শান্তর দল থাকে মাত্র ১২৭ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাসকিন-মুস্তাফিজদের ওপর চড়াও হয় ভারতীয় ব্যাটাররা। জয়ের বন্দরে তারা পৌঁছে যায় ১১.৪ ওভারেই।

এদিন, ভারতীয় বোলারদের সামনে প্রথম থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৫ রান করে। শেষ পর্যন্ত পুরো ২০ ওভারও শেষ করতে পারেনি টাইগাররা। ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে টাইগাররা। ভারতীয় পেসার আর্শদিপ সিংকে সামলাতে শুরু থেকেই হিমশিম খেতে হচ্ছিলো। প্রথম বল মোকাবিলা করে বাউন্ডারি মারার পরের বলেও বড় শট খেলতে চেয়েছিলেন তিনি।
কিন্তু বল উঠে যায় সোজা উপরে রিঙ্কু সিং উইকেটের পাশে দাঁড়িয়েই সেই বলটি তালুবন্দী করে নেন। ৪ রান করে আউট হয়ে যান লিটন দাস।

পারভেজ হোসেন ইমন আশদিপের ভেতরে ঢুকতে যাওয়া বলটি বুঝতেই পারেননি। ক্রস ব্যাটে খেলেন। বল শেষ মুহূর্তে ব্যাটের নিচের কানায় লেগে চলে যায় স্ট্যাম্পে। বোল্ড হয়ে যান তিনি ৮ রানে।

এরপর নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় সামাল দেয়ার। পাওয়ার প্লের ৬ ওভার তারা কাটিয়ে দেন। বাংলাদেশ দলও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো। ২৬ রানের জুটি গড়ার পর ভেঙে গেলো এই জুটিও। ১৮ বলে ১২ রান করে আউট হন তাওহিদ হৃদয়।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন