২০/০৬/২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশি ৭ টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড

ভারতে ইউটিউবে বাংলাদেশের সাতটিরও বেশি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলাসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ভিডিও প্রদর্শনের এই মাধ্যমটি।

বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো—যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা টেলিভিশন, সময় টিভি, ডিবিসি নিউজ ও এটিএন নিউজ।

এর আগে শুক্রবার (৯ মে) চারটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছিল তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

এরপর শনিবার (১০ মে) নিশ্চিত হওয়া গেছে বাকি তিনটি চ্যানেল বন্ধ হওয়ার বিষয়ে। সময় টিভির ভারতীয় প্রতিনিধি নিশ্চিত করেছেন ভারত থেকে সময় টিভির ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে। তাছাড়া ই-মেইলের মাধ্যমেও নিশ্চিত হওয়া গেছে বন্ধের বিষয়টি। 

এছাড়া ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাকিস্তানি ও বাংলাদেশি অনলাইন মাধ্যম এবং ইউটিউব চ্যানেল ব্লক করা হয়।

এছাড়া ভারতের স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’-এর ওয়েবসাইটও দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এক্স (সাবেক টুইটার) এর তথ্য অনুযায়ী, ভারত সরকার ইতোমধ্যে ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে কিছু স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

পড়ুন: ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

দেখুন: বাংলাদেশের আকাশ জয়ে যু*দ্ধে*র মহড়া 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন