24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

ভারতে বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশী নারীকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রোববার সন্ধ্যায় দুই বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ফেরৎকৃত নারীরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিনমোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে মোসাঃ শিউলি খাতুন (৪৮)।

মহেশপুর ৫৮ বিজিবি আটককৃত বাংলাদেশী মহিলা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ যাচাই বাছাই করে বিএসএফ’র কাছ থেকে তাদের গ্রহণ করে।

রবিবার রাতে বিজিবির এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস এবং বিএসএফ’র সুন্দরপুর কোম্পানি কমান্ডার যাদব এসি নাগেশ গৌতম।

হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা বিজিবিকে জানায় দুই নারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে এবং তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান করে। জরিনা ও শিউলি খাতুনকে রোববার রাতে যশোর শহরের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করে।

পড়ুনঃ পঞ্চগড়ে যৌথ রিট্রিট প্যারেড করেছে বিজিবি-বিএসএফ |

দেখুনঃ গভীররাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, বাধা বিজিবির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন