চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। তবে খেলতে গ্রুপ পর্বও পার করতে পারল না তারা। কখনো বোলিং খারাপ আবার কখনোবা ব্যাটিংয়ে দল আটকে গেছে ব্যর্থতার চক্রে। কোনোদিন ওপেনিংয়ে ভালো করলে,মিডল অর্ডারে খারাপ করে। যার কারণে ভারতের কাছে হারার পর গতকাল নিউজিল্যান্ডের কাছেও হেরে আসরে থেকে বিদায় নিয়েছে টাইগাররা। আর দলের এমন এলোমেলো পারফর্মেন্সে হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে ম্যাচ হারার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শান্ত। সেখানে ম্যাচ হারার কারণ হিসেবে তিনি বলেন,‘ একজন ক্যাপ্টেন হিসেবে এটা খুবই হতাশাজনক। যদি আপনি আমাদের বোলিং ইউনিট গত কয়েক বছর ধরে দেখেন, আমরা দারুণ কাজ করেছি। আমাদের কাছে ভালো ফাস্ট বোলার এবং স্পিনার রয়েছে। আমরা সবসময় একজন রিস্ট স্পিনার চেয়েছি, এবং এখন আমাদের একজন রয়েছে। কিন্তু ব্যাটিং ও ফিল্ডিং ইউনিট হিসেবে, আমাদের অনেক কিছু উন্নতি করতে হবে।’
তিনি আরো বলেন,‘আমি বহুবার বলেছি, আমরা একই ভুল বারবার করে যাচ্ছি। আমাদের ব্যাটিং উন্নত করার দিকে সত্যিই মনোযোগ দিতে হবে। আমি আশা করি এই টুর্নামেন্টের পর, আমরা আমাদের অ্যাপ্রোচে কিছু পরিবর্তন আনব এবং ব্যাটিং উন্নত করার জন্য আলাদা ভাবে চিন্তা করব।’
মাঠে নেমে দ্রুত আউট হওয়া ও ৩০০ এর বেশী রান করার বিষয়ে তিনি বলেন,‘আমি মনে করি আমাদের সব দিক থেকে ভালো পারফর্ম করতে হবে। একদিন আমরা ওপেনিংয়ে ভালো ব্যাটিং করি, আরেকদিন মিডল অর্ডারে ভালো ব্যাটিং করি। কিছু দিন আমরা ভালো ফিল্ডিং করি। এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। যদি আমরা দলগতভাবে খেলতে পারি, তবে আমরা এমন টুর্নামেন্টে এবং বড় দলের বিপক্ষে ভালো করতে পারব।’

বাংলাদেশের সঙ্গে সেমির স্বপ্ন শেষ পাকিস্তানেরও

এদিকে, মাঠে নামার আগে টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ স্পষ্ট ছিল বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে আসরের প্রথম দুই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল পাকিস্তান।
বাংলাদেশ-পাকিস্তানের গ্রুপের অন্য দুই দল ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে দুটি করে। অন্যদিকে দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ-পাকিস্তান। তাই সেমিফাইনালে খেলার সুযোগ নেই এই দুই দলের সামনে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে কেবলই নিয়মরক্ষার।
দেখুন: পাকিস্তান থেকে অনেক এগিয়ে আছে ভারত: শামীম আশরাফ চৌধুরী