বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, প্রতিবেশী দেশ নিয়ে তাদেরই উদ্বেগ থাকবেই।
ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
লালকেল্লায় টানা ১১তম স্বাধীনতা দিবসের ভাষণ দেন মোদি। তার আশা বাংলাদেশে সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। ভারত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবে বলেও জানান তিনি।