সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত এখনো অন্ধকার। টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট ও ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। রাজনৈতিক কারণে তার দেশের হয়ে খেলা হচ্ছে না। তাই সাবেক না হয়েও এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লেখালেন সাকিব।

আগামী ১০ মার্চ ভারতের রাজস্থানে শুরু হতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। একই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ‘বাংলা টাইগার্স’ নামে একটি দল আছে। স্পোর্টসকিড়া জানিয়েছে, সাকিব নাকি শুরুতে বাংলা টাইগার্সের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটি না হওয়ায় সাকিব এশিয়ান স্টার্সে নাম লেখান। তাই এবার তাকে বাংলাদেশি দলের বিপক্ষে খেলতে দেখা যাবে।

বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব
বাংলা টাইগার্সের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়া তামিম ইকবাল, তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা খেলবেন এই দলে। এই টুর্নামেন্টের বাকি তিনটি দল হলো- আফগান পাঠানস, শ্রীলঙ্কান লায়নস ও ইন্ডিয়ান রয়্যালস। সাকিবদের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে ১০ মার্চ। এর একদিন পর ১২ মার্চ সাকিব মুখোমুখি হবেন তার সাবেক সতীর্থ তামিমের।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাকিব দেশে ফিরতে পারেননি। দেশের মাটিতে টেস্ট থেকে আবসর নিতে চাইলেও সেটা সম্ভব হয়নি। তাকে ঘিরে মিরপুরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষ অনেককিছুই হয়েছে। সর্বশেষ কয়দিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জে নাম নিবন্ধন করিয়েও তা প্রত্যাহার করেন সাকিব।