17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে পাকস্তিানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য আজ বুধবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ফিরেছেন পেসার নাসিম শাহ। শাহীন আফ্রিদিকে সরিয়ে সৌদ শাকিলকে করা হয়েছে সহ-অধিনায়ক।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে,  শাহিন আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতেই তাকে সহ-অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে।  চলতি বছরের ২১ আগস্ট থেকে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে পাকিস্তান ৯টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ানডে খেলবে।

স্বাগতিকদের নেতৃত্ব দেবেন শান মাসুদ। টেস্ট দলে নতুন মুখ দুইজন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই দলে ডাকা হয়েছে তাদের।

বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। ইনজুরির কারণে দলে নেই হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে গেছে। বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন