বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য আজ বুধবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ফিরেছেন পেসার নাসিম শাহ। শাহীন আফ্রিদিকে সরিয়ে সৌদ শাকিলকে করা হয়েছে সহ-অধিনায়ক।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, শাহিন আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতেই তাকে সহ-অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। চলতি বছরের ২১ আগস্ট থেকে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে পাকিস্তান ৯টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ানডে খেলবে।
স্বাগতিকদের নেতৃত্ব দেবেন শান মাসুদ। টেস্ট দলে নতুন মুখ দুইজন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই দলে ডাকা হয়েছে তাদের।
বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। ইনজুরির কারণে দলে নেই হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম।
বাংলাদেশের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে গেছে। বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।