টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগামীকাল বাংলাদেশের দল ঘোষণা করবে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকেই সেরা ১৫ জনকে বেছে নেবেন নির্বাচকরা। যেখানে যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্য রাখা হবে পেস ও স্পিন বিভাগে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে পাঁচ পেসার নিয়ে গেলেও ভালো করতে পারেনি। সে কারণে এবারের টি২০ বিশ্বকাপে চার পেসার নিয়ে যাওয়ার পরিকল্পনা। লিটন ছন্দে না থাকায় সৌম্য ও তানজিদ তামিমের মধ্যে হবে ওপেনিং জুটি। সেই মহড়াও হয়ে গেছে ঢাকার দুই ম্যাচে।
ব্যাটিংয়ে পরের তালিকায়, অধিনায়ক শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী। অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদি এবং তানভীর ইসলাম। পেসারের দায়িত্ব সামলাবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপের দল দেয়ার আগের দিন হারতে হলো জিম্বাবুয়ের বিপক্ষে। এই হারটা শক্তি হিসেবে দেখছেন অধিনায়ক শান্ত।
দেশ ছাড়ার আগে প্রস্তুতির পর্ব শেষ হলো টাইগারদের। যদিও আসল প্রস্তুতিটা হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।
বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৮ জুন। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন শান্তরা। পরের ম্যাচ ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ১৩ ও ১৭ জুন গ্রুপের বাকি ম্যাচ দুটি হবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।