টাইগারদের বিশ্বকাপ দলটা নিয়ে, দেশের মানুষের প্রত্যাশা এবার কমই বলা চলে। বিষয়টি নিয়ে, বিসিবির অন্দরমহলেও রয়েছে অস্বস্তি। নাগরিক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে, এমন ইঙ্গিতই দিলেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু, হোম কন্ডিশনে দাপট দেখাতে পারেনি শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো সিরিজটাই হারতে হয়েছে। সব মিলিয়ে, টাইগারদের ওপর চাপ বেড়েছে বহুগুণ।
দেশ ছাড়ার আগে অধিনায়ক তো বলেই গেলেন, যেনো প্রত্যাশা না থাকে। তবে, গ্রুপ পর্ব উৎরানোর আশায় ছিলেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ধসে, সেই স্বপ্নও ফিকে।
দেশের মানুষের কাছে তাই, টাইগার টিম এখন হতাশার প্রতিচ্ছবি। যার আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও। বিসিবির অন্দরমহলে অস্বস্তি এখন স্পষ্ট। টপ অর্ডারের ব্যর্থতা, কর্তাদের কপালে ফেলেছে চিন্তার মোটা ভাঁজ।
হতশ্রী ব্যাটিংয়ের বিপরীতে, ভরসা পেস বোলিং। সেখানেও ধাক্কা শরীফুলের ইনজুরি।
প্রতিকূল সময়টায় আস্থা হয়ে উঠতে পারেন সাকিব, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজ। তাদের অভিজ্ঞতা বিশ্বকাপে খানিকটা হলেও স্বস্তির বৃষ্টি ঝরাবে, সেই প্রত্যাশায় গোটা বাংলাদেশ।