24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

সুপার ফোরে ভারতের কাছে বাংলাদেশের হার

বাংলাদেশের বেশ মসৃণ ছিল অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের প্রথম রাউন্ডে যাত্রাটা। সবকটা ম্যাচ জিতে এসেছিল সুপার ফোরে। তবে সেখানে দলটা পড়ে গেছে বিপাকে। প্রথম ম্যাচেই বড় হারের কবলে পড়েছে ভারতের বিপক্ষে। ২০ ওভারে ৮০ রান তুলে দলটা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

সুপার ফোরে ভারতের কাছে বাংলাদেশের হার

আজ কুয়ালালামপুরে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে। শুরু থেকেই ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। ওপেনার ইভা ১৯ বল খেলে করেন ১৪ রান। এরপরই আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া ফিরেছেন। 

সেই ২৭ রানের ওপেনিং জুটির পর থেকে আর বড় জুটির দেখা পায়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে। যার ফলে রান রেটটাও কমেছে পাল্লা দিয়ে। নিশিতা আক্তার নিশি আর হাবিবা ইসলাম মিলে নবম উইকেটে ১৮ রানের জুটি গড়লেও বাংলাদেশ ১০০ রানের ধারে কাছেও যেতে পারেনি তাই। 

জবাবে বোলিংয়ে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ১০ ও ২২ রানে দুই উইকেট তুলে নেয়। শূন্য রানে আউট হন কমলিনি আর ১ রানে সানিকা সালকেকে বিদায় করে বাংলাদেশ। 

বাংলাদেশের আনন্দ উবে গেছে এরপরই। গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদ মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬৪ রান। তৃষা ৪৫ বলে ৫৮ আর প্রসাদ করেন ১৫ বলে ২২ রান। সেই জুটিই ভারতকে এনে দেয় ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়।

এই হারের ফলে বাংলাদেশের কাজটা কঠিনই হয়ে গেল। সুপার ফোরে যেতে হলে এখন নিজেদের শেষ সুপার ফোর ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই হবে না দলের, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।

দেখুন: মেসি-রদ্রিদের নয়, ফিফার বর্ষসেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন