২১/০৬/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে তরুণদের হাত ধরে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তরুণদের হাত ধরে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী শুক্রবার বিকেল ৩টায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে তরুণদের বড় একটা অংশগ্রহণ ছিল। আমরা দল ঘোষণা পর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি। আমরা ৬৪ জেলার প্রত্যেকটি জায়গার মানুষের সঙ্গে কথা বলেছি। ফিল্ডে গিয়েছি, ডাটা সার্ভে করেছি। বাংলাদেশকে একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন কীভাবে আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে গত দুই মাস পরিশ্রম করার পর আমরা একটি পর্যায়ে এসেছি।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের সামনের যে সুযোগ এসেছে, এটা প্রতিটি দেশের ক্ষেত্রে ১০০ বছর, ২০০ বছর পরে আসে। তরুণদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে এই ফোর্স ছাড়া আমাদের উপায় নেই। এই ফোর্সকে কাজে লাগানোর জন্য আমাদেরকে অর্গানাইজ করতে হবে। ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ফোর্স প্রয়োজন। আশা করি জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন: ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু, আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব আখতার

দেখুন: কী ইঙ্গিত দিলো জাতীয় নাগরিক পার্টি? 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন