15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান জয়শঙ্কর

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি। তার মতে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তন আভ্যন্তরিণ ব্যাপার। আরো জানাচ্ছেন সুরাইয়া আক্তার।

ভারতের মোদি সরকার থ্রি পয়েন্ট জিরো ১০০ দিন পার করলো। সে উপলক্ষ্যে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জয়শংকর। একইসঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মত তার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বহুলপ্রচলিত সেই প্রবাদবাক্যের ওপরই জোর দিয়ে বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। প্রতিবেশী দেশগুলো ‘একে অপরের ওপর নির্ভরশীল’।

জয়শঙ্কর তার দীর্ঘ সাক্ষাৎকারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের শান্তি রক্ষার ভূমিকা, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য, গাজা যুদ্ধ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ১০০ দিনের বিদেশ সফর নিয়েও কথা বলেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন