বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মুশতাক আহমেদ। যুক্ত হয়েছেন ইংল্যান্ড যুব দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই মুশতাকের সাথে চুক্তি ছিলো বিসিবির। তার সঙ্গে চুক্তির মেয়াদও বাড়াতে চেয়েছিলো ক্রিকেট বোর্ড। কিন্তু মুশতাক আগ্রহ প্রকাশ করেননি। তার অধীনে ভালোই করছিলো বাংলাদেশের স্পিনাররা। তবে, তার সঙ্গে আপাতত সম্পর্কটা এখানেই শেষ।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক।
আজ সোমবার (৮ জুলাই) থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু করেছে মুশতাক।
জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না।