১৫/০৬/২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে আর আ.লীগ ও ভারতপন্থি রাজনীতি চলবে না : সারোয়ার তুষার

বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ভারতপন্থি রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ড. ইউনূসকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই– এ দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে, তাই আপনি নন, বরং দেশের ছাত্র-জনতা ও বিরোধী রাজনৈতিক শক্তিই ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক।

সারোয়ার তুষার বলেন, গত ৫ আগস্টেই দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি– এই দুরভিসন্ধি সফল হবে না। এ দেশের রাজপথ এনসিপি, ছাত্র-জনতা ও ২০২৪ সালের অভ্যুত্থানের দখলে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনতে হয়, তাহলে সেটা হবে আমাদের লাশের ওপর দিয়ে। যতদিন এনসিপি আছে, ততদিন এই খুনি চক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না।

দিল্লি নির্ভর রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, বাংলাদেশে যেমন আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না, তেমনি চলবে না ভারতপন্থি বা দিল্লির নির্দেশে পরিচালিত কোনো রাজনীতি। এ দেশ হবে বাংলাদেশপন্থি রাজনীতির দেশ। যারা দিল্লির অ্যাজেন্ডা চাপিয়ে দিতে চাইবেন, তাদের প্রতিহত করা হবে।

সারোয়ার তুষার বলেন, আপনারা নির্বাচন করতে চান, আমরাও প্রস্তুত। কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনৈতিক উপস্থিতি এ দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে দুপুর থেকেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে সরব হন নেতাকর্মীরা। বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও খুনি হাসিনার বিচার অবশ্যই হতে হবে।

এসময় এনসিপির আরেক নেতা মাহিন সরকার বলেন, শেখ হাসিনা শুধু একটি কারণেই দেশে ফিরতে পারবেন তা হলো ফাঁসির দড়ি গলায় ঝোলাতে।

বিক্ষোভে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে অংশ নেন এনসিপির হাজারো কর্মী।

পড়ুন : আ.লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন