27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক!

শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিন মাসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। গত বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

ইলন মাস্ককে ঢাকায় আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, তিন মাসের মধ্যে স্টারলিংক চালুর উদ্যোগ

এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল স্টারলিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেই পোস্টের মন্তব্যের ঘরে উত্তর দিয়েছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ইলন মাস্ক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, মি. ইলম মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।

সেই পোস্টের কিছুক্ষণ পরেই ড. ইউনূসকে উত্তর দেন ইলম মাস্ক। মন্তব্যের ঘরে তিনি লেখেন, আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।

এদিকে, এক্সে ড. ইউনূসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

দেখুন: শুরুতেই কি হোচট খেলো ছাত্রদের নতুন দল? 

আরও: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে গণপদত্যাগ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন