কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে অবশেষে বাংলাদেশে হচ্ছে না নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলেছে, আজ মঙ্গলবার (২০ আগস্ট) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
বাংলাদেশে সৃষ্টি হওয়া উদ্ভূত পরিস্থিতির কারণে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। সেই কারণেই হয়তো বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়ে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে নিরাপত্তা নিয়ে সংশয় এখনও কাটছে না। এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যথার্থ হবে না বলে আলোচনা হয়েছে আইসিসির সভায়।