০৮/১১/২০২৫, ৯:০০ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ কারাতে ফেডারেশন ড্যান পরীক্ষায় শিক্ষার্থীদের ব্ল্যাকবেল্ট ও সনদ প্রদান

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল ও বাংলাদেশ কারাতে ফেডারেশন ড্যান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের কারাতে ব্ল্যাকবেল্ট ও সনদ প্রদান সম্পন্ন হয়েছে।

বিকেএফকেএস সভাপতি আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে এতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতিও বিকেএফকেএস এর প্রধান উপদেষ্টা শাহজাদা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য শিহান এ বি রনি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ অফিসার এন্টি টেরোরিজমের ওসি ও বিকেএফকেএস এর সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমরান উদ্দিন খান, আইটি সম্পাদক বিধান দাশ, নির্বাহী সদস্য শাহেদুল হক শাহেদ, এডভোকেট সোনিয়া শারমিন,বিকেএফকেএস আলকরন শাখার প্রতিনিধি মুক্তা দাশ, বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রধান সহকারী কোচ এবং নির্বাহী সদস্য সেনসাই উষা হ্লা মারমা, স্বর্নপদক বিজয়ী কারাতে খেলোয়াড় সেনপাই তারিফাহ বিনতে রনি এবং জাদু শিল্পী কামাল।

এবার ১৪ জন ব্ল্যাকবেল্ট পরীক্ষার্থীর মধ্যে ১ম হয় জাতীয় পদক ধারী লা – রাইবা কবীর চৌধুরী, ২য় কোয়েল বনিক, ৩য় যব গেমস ও জাতীয় পদক ধারী খেলোয়াড় শারমিন আক্তার, ৪র্থ নুসরাত জাহান সুমাইয়া, ৫ম সুমাইয়া আক্তার বাবু, অন্যান্যদের মধ্যে ব্ল্যাকবেল্ট প্রাপ্তরা হলেন সুমাইয়া ফাহমিদা, শাহরিয়ার জামাল প্রিন্স, সীমন রয় সোহা, সামিরা জান্নাত, মুনতাদির আল ফারাজ, আরিসা আফসান, ইমা দাশ, কনজ দাশ, রুপকথা মিত্র।

বিজ্ঞাপন

পড়ুন: দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন