১৪/০৬/২০২৫, ৭:১৪ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের সিরিজের ভেন্যু লাহোর

পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলের সম্মতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। অন্তর্বর্তী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি।

প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।

আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এদিকে, বাংলাদেশ দলও এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির মাঝপথে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে বিসিবির অনুরোধে। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে।

পড়ুন : পিএসএল শুরু ১৭ মে, পিছিয়ে গেলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন