বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তিনি মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক নতুন মুখপাত্র হুসনে আরা শিখার পাশাপাশি আরও দুজন সহকারী মুখপাত্র নিয়োগ দিয়েছে। তারা হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।
এর আগে, গত মে মাসে হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান।