বাংলা ভাষায় পবিত্র আল কুরআনের অনুবাদসহ মুসুল্লি ও সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাংলায় আল কুরআন প্রচার সংঘ। নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে রাজধানীর ভাটারায় সংঘের প্রধান কার্যালয়ে তালিম সভা করেছেন সংগঠনটি৷ এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিল মোহাম্মদ দিলু। উপস্থিতি ছিলেন আল কুরআন প্রচার সংঘের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা,সংগঠক আব্দুল বাতেন বাচ্চু, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, মহসিন ভুঁইয়া, কামাল হোসেন,নবীর হোসেন প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিল মোহাম্মদ দিলু তার বক্তব্যে বলেন, আমরা বাংলাভাষায় সহজে আল্লাহর বিধান বুঝতে ও বাংলাভাষাভাষীদের বুঝাতে আল কুরআন বাংলায় প্রচার সংঘের মাধ্যমে দেশব্যাপী কর্মশালা শুরু করেছি। ইতোমধ্যে রাজধানী ও আশপাশের জেলা ছাড়াও নীলফামারী, রংপুর,জামালাপুর,লালমনির হাটসহ ১৩ টি জেলায় এ সংঘের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব ও মসজিদ ভিত্তিক মক্তবসহ সাধারণ জনগণের মাঝে সহজ বাংলায় অনুবাদ করে ইসলামের মর্মবাণী প্রচারের চেষ্টা করছি। তাছাড়া সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আমরা সব সংগঠন তালিম সভা করে থাকি। এতে নতুন নতুন সদস্য যোগ দিয়ে দ্বীনের খেদমত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
পড়ুন: এবার স্ত্রী’সহ দুদকের মামলার আসামী সাবের হোসেন চৌধুরী
দেখুন: বিপিএলের শিরোপা কার?
ইম/


