27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শিমুল বাগানে বসন্তের রঙ, ভালোবাসার উচ্ছ্বাস

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে লেগেছে বসন্তের রঙ। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলেছে মায়াবী যাদুকাটা, আর তারই পাশ ঘেঁষে বিস্তীর্ণ শিমুল বাগান। সেখানে পাখির কিচির মিচির আর বাসন্তি হাওয়ায় প্রাণ জুড়িয়ে নিচ্ছেন পর্যটকরা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এশিয়ার সর্ববৃহৎ শিমুল গাছের বাগান জয়নাল আবেদীন শিমুল বাগান। দূর থেকে দেখলে মনে হবে লাল গালিছা বিছিয়ে ডাকছে সৌন্দর্য পিপাসুদের।

প্রতি বছর পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানটি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন রক্তরাঙা ফুলের সৌন্দর্যে।

বাগানের মালিক প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে, রাখাব উদ্দিন নাগরিক টেলিভিশনকে বলেন, এবার আগেই শিমুল গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে।

পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে ঘিরে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা আছে জানিয়েছেন জানান প্রশাসক।

শিমুলের এই রক্তিম সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক পাড়ি দিচ্ছেন দুর্গম পথ। বাগান ঘুরে দেখা যায়, প্রকৃতির এই অনিন্দ্যসুন্দর শোভা উপভোগ করতে আসা অনেকেই ক্যামেরা হাতে স্মৃতি বন্দি করতে ব্যস্ত।

এনএ/

দেখুন: যশোরের বাগানে যেন এক টুকরো জাপান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন