বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৪৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফলতিতা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফলতিতা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহি একটি বাস ওই পথচারীকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটি পালিয়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্ঘটনা সাথে সাথেই একজন নারী একটি ভ্যানে করে মরদেহ মোল্লাহাটের দিকে নিয়ে গেছে। তবে অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা চেষ্টা চলছে।
পড়ুন: বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দেখুন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট
এস

