১৫/০৬/২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ

বাগেরহাটে সড়কপথ দখলমুক্ত করতে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে সড়কের পাশ থেকে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের অংশ হিসেবে দুই দিনব্যাপী অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এসময়, বাগেরহাট সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে দড়াটানা সেতুর দক্ষিণ পাশ, জেলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশ এবং দশানীসহ আশপাশের এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান, টিনের ঘর, আধাপাকা এবং পাকা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। এদিন বিকেল পর্যন্ত প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানায় সওজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত এ অভিযান চলবে এবং মোট ৪০ কিলোমিটার সড়কের পাশে থাকা প্রায় সাড়ে পাঁচ শতাধিক স্থাপনা অপসারণের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, “সড়কের জায়গা দখল করে কেউ কেউ দোকান-পাট তুলেছেন, এমনকি পৌরসভা থেকেও অনুমতি নিয়ে কিছু স্থাপনা গড়ে তোলা হয়েছে। আমরা সবাইকে নোটিশ দিয়েছি এবং এখন ব্যবস্থা নিচ্ছি। আগামী দিনে যাতে কেউ অবৈধভাবে স্থাপনা না গড়তে পারে, সে জন্য নিয়মিত নজরদারি থাকবে।”

পিযুষ চন্দ্র দে জানান, অভিযানের আগে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং, পত্রিকায় বিজ্ঞপ্তি ও সীমানা চিহ্নিত করার কাজ সম্পন্ন করা হয়েছে। এরপরও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন : বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন