বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে এক পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিআরটিএ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপন সূত্রে অভিযোগ পাওয়ার পর ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি যাচাই করতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বেশ কয়েকটি পরিবহন কাউন্টারের কর্মীরা স্থান ত্যাগ করলেও বলেশ্বর পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্রশীল জানান, বলেশ্বর পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈদকে কেন্দ্র করে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া রোধে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকাগামী এক যাত্রী জানান, সাধারণ সময়ে যেখানে বাসভাড়া ৭১০ টাকা, সেখানে ঈদের আগে তা ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। একইভাবে, বাগেরহাট থেকে চট্টগ্রামগামী টিকিট সাধারণত ১১০০ টাকায় মিললেও এখন তা ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
পড়ুন: কালুখালীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
দেখুন: কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা
ইম/