১০/১১/২০২৫, ২৩:০৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন জেলা জুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, আংশিক শিথিল হরতাল

বিজ্ঞাপন

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা নির্বাচন অফিস, কোর্ট চত্বরের প্রধান ফটকসহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াতসহ সংগ্রাম কমিটির নেতাকর্মীরা। একইসঙ্গে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিনের হরতাল সফল করতে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম এ সালাম চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার অবস্থান কর্মসূচি এবং সোমবার থেকে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা ছিল। তবে দুর্গাপূজাকে ঘিরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে হরতালে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হরতালের সময় দোকানপাট খোলা থাকবে এবং রিকশা, ভ্যান, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানকারী যানবাহন চলাচল করতে পারবে। তবে সরকারি অফিস বন্ধ থাকবে এবং দূরপাল্লার পরিবহন চলাচল করতে পারবে না। তিনি আরও জানান, সোমবার সকাল থেকে সন্ধ্যা এবং মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘন্টার হরতাল পালন করা হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো কমিশনের শুনানিতে অংশ নিলেও, তাদের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমানোর সিদ্ধান্ত জানায় এবং নতুনভাবে আসনের সীমানা নির্ধারণ করে।

পড়ুন: আখাউড়ায় ভ্রমণে আসা চারজনকে ফাঁদে ফেলে ডাকাতি অটোরিকশা চালকসহ দুইজন গ্রেপ্তার

দেখুন: পাখিদের জন্য ছেড়েছেন নিজের ৬ বিঘা জমি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন