বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে ফার্মের ভেতরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাগেরহাট সদর থানা-পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের নাম শহীদুল ইসলাম মোল্লা (৪৫)। তিনি মুনিগঞ্জ মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ফার্মের দোতলা ভবনের নিচতলার সিঁড়ির নিচে মরদেহটি পড়ে ছিল। নিহতের মুখ টেপ দিয়ে আটকানো এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
পড়ুন: আখাউড়ায় ভ্রমণে আসা চারজনকে ফাঁদে ফেলে ডাকাতি অটোরিকশা চালকসহ দুইজন গ্রেপ্তার
দেখুন: পাখিদের জন্য ছেড়েছেন নিজের ৬ বিঘা জমি
ইম/


