১৩/০৬/২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১২:৪২ অপরাহ্ণ

বাঘাইছড়িতে লঞ্চের পল্টুনে অগ্নিকাণ্ড, দগ্ধ ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা লঞ্চঘাটের পল্টুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন। বুধবার (১১ জুনা) বিকাল ৫টার দিকে মারিশ্যা বাজার লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটেছে। এতে লঞ্চঘাটের পল্টুনের একটি প্ল্যাটফর্মে আগুন লেগে স্থানীয় বাঁশ ব্যবসায়ী দুলা মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মের ওপর একটি ছোট রুমে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন দুলা মিয়া। তিনি ওই ঘরেই রান্না ও বসবাস করতেন। ঘটনার সময় গ্যাসের চুলায় রান্না বসিয়ে তিনি এক ক্রেতাকে বাঁশ দেখাতে বাইরে যান। ফিরে এসে দেখেন, তার কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ছে।

দুলা মিয়া জানান, তিনি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে নিজেই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাঘাইছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, আগুনে দুলা মিয়ার হাত ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পড়ুন : ঈদুল আজহায় আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি রাঙামাটিতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন