এবার আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত হওয়ায় অবরোধ প্রত্যাহার করেছে মাচলং নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাঘাইছড়ির উপজেলা নির্বাচন স্থগিত করা হলো। এর আগে, গত ৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। এদিকে, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টার পর প্রত্যাহার করা হয়েছে।