বাজারে নতুন আলুর দাম কম থাকায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আগাম আলু চাষিরা। বর্তমান বাজার দরে মূলধন উঠানোই অনিশ্চিত হয়ে পড়েছে।

চলতি মৌসুমে জেলাজুড়ে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। তবে, বাজারে দাম কম ও কোল্ড স্টোর ভাড়া বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক।
এ বছর নির্ধারিত দামের চেয়ে দিগুণ দামে কীটনাশক ও আলুবীজ সংগ্রহ করেছে প্রান্তিক কৃষক। কিন্তু পাইকারি বাজার দাম কম থাকায়, মূলধন হারানোর শঙ্কায় কৃষক।সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের আশ্বাস স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের।
এখন ভবিষ্যতে আলু উৎপাদনে সংকট দূর করতে সরকারী সহায়তা ও ন্যায্যমূল্যের প্রত্যাশায় দিন গুনছেন চাষীরা।
পড়ুনঃ রোজার র ব্যাগে সয়াবিন তেলের বদলে পাম তেল!
দেখুনঃ সবজির দাম স্থিতিশীল, কমতির দিকে মাছের দর |
ইম/