26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শেয়ারবাজারে নিউলাইন ক্লোদিংয়ের ভয়ংকর জালিয়াতি

শেয়ারবাজারে আইপিও জালিয়াতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লুটে নেয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম নিউলাইন ক্লোদিংস। ভুয়া আইপিওর তালিকাভুক্তিতে বিএসইসির রয়েছে প্রশ্নবিদ্ধ আচরণ। অন্যদিকে হাতে থাকা শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা পড়েছেন বিপাকে।

২০১৯ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে বস্ত্রখাতের কোম্পানি নিউলাইন ক্লোদিংস লিমিটেড। জালিয়াতির উদ্দেশ্যে প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে শত শত কোটি টাকা উত্তোলন করা হয় বলে রয়েছে অভিযোগ।

অভিযোগের সত্যতা যাচাইয়ে নাগরিক টিম অনুসন্ধান চালায় কোম্পানিটির ফ্যাক্টরীর ঠিকানা গাজীপুরের কালিয়াকৈরে। সরেজমিনে দেখা যায়, নিউলাইনের ফ্যাক্টরী দু বছর ধরে বন্ধ। সাউথইষ্ট ব্যাংক, বনানীর শাখার দখলে রয়েছে ফ্যাক্টরীর সব সম্পদ।

ব্যাংকের দায়-দেনায় জর্জরিত নিউ লাইন নিয়ে প্রতারণার ছক আঁকে শেয়ারবাজারেরই কিছু ব্যক্তি যারা নামে-বেনামে এবং অস্তিত্বহীন কোম্পানির খুলে বাগিয়ে নেয় বিপুল পরিমাণ শেয়ার। কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ার ২০ শতাংশ বরাদ্দ দেয়া হয় সিগমা টেকনোলজি লিমিটেডের নামে যেটি মূলত কাগজে-কলমেই রয়েছে।

সিগমা টেকনোলজির ঠিকানা দেয়া আছে উত্তরার ৭নং সেক্টরে। সেখানে গিয়ে দেখা যায় কয়েকবছর আগে কোম্পানির আইপিও চলাকালীন সময়ে কয়েকজন মিলে একটি অফিস ভাড়া নেয় সিগমা টেকনোলজির নামে। দু বছর আগেই তারা এখানে চলে যায় যখন থেকে বন্ধ করা হয় কোম্পানির ফ্যাক্টরী।

তবে এসব কিছুরই নাটের গুরু হিসেবে একজনের নাম উঠে এসেছে যিনি ব্যক্তিগত নামে কোম্পানির প্রায় ১০ শতাংশ শেয়ার নিয়েছেন। তার নাম মোস্তফা জামানুল বাহার যিনি বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেক্সিমকো গ্রুপের বৈরি প্রভাব চলমান, তাই মোস্তফা জামানুল বাহার অনেকটা আত্মগোপনে থাকায় সম্ভব হয়নি যোগাযোগ করার। এদিকে কোম্পানিটিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে ডিউ-ডিলিজেন্স সার্টিফিকেট দিয়েছিল ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার প্রতিষ্ঠান বাঙ্কো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারে আইপিওর এমন জালিয়াতিতে কমিশনের ভূমিকা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবুও আইনের মাধ্যমে তাদের দায় নেয়ার কোন সুযোগ রাখা হয়নি।

এদিকে একটি কোম্পানি তালিকাভুক্তিতে যেসব কাগজপত্র জমা দেয়া হয় সেগুলো যাচাইয়ে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত-বলছেন বিশেষজ্ঞরা।

এনএ/

দেখুন: শেয়ারবাজারে নিউলাইন ক্লোদিংয়ের ভয়ংকর জালিয়াতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন