26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

বাজেট ঘাটতি মেটাতে এবারও ঋণেই ভরসা

বাজেট ঘাটতি মেটাতে এবারও ঋণেই ভরসা করতে চান অর্থমন্ত্রী। ব্যয় মেটাতে সরকারের ব্যাংক নির্ভরতা নতুন বাজেটে আরও বাড়ছে। মোট বাজেটের এক তৃতীয়াংশই নয়া অর্থমন্ত্রী দেশি-বিদেশি উৎস থেকে ধার করতে চান। ঋণের বেশির ভাগ অর্থই আসবে আবার দেশের ব্যাংক ব্যবস্থা থেকে।

অর্থমন্ত্রীর কোষাগারের অর্থের বড় জোগানদাতা-জাতীয় রাজস্ব বোর্ড। তবে, রাজস্ব সংস্থাটি আয় দিয়ে সন্তুষ্ট করতে পারে না অর্থমন্ত্রীকে। তাই তাকে ব্যয় করতে হয় ধার-দেনা করে।

বাজেট-ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে মোট ঋণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৫৮ হাজার কোটি টাকার কাছাকাছি। বিদেশ থেকে পাওয়ার লক্ষ্য ছিলো ১ লাখ ২ হাজার কোটি টাকার কিছু ওপরে, আর স্থানীয় উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা।

বাজেটের ব্যয় মেটাতে সরকারের ঋণনির্ভরতা আরও বাড়ছে। চলতি অর্থবছরের মতো আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্যও সরকার বিপুল পরিমাণ ঋণ করতে যাচ্ছে। এর এক-তৃতীয়াংশ অর্থই আসবে দেশি-বিদেশি ঋণ হিসেবে। ঋণের পরিমাণ হতে পারে ২ লাখ ৮০ হাজার কোটি টাকার মতো।

বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকার মতো। বাকি ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা হতে পারে দেশি ঋণ। দেশি ঋণের মধ্যে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা নেওয়ার চিন্তা করা হচ্ছে ব্যাংক ব্যবস্থা থেকে। বাকি ২০ হাজার কোটি টাকা নেওয়া হবে সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য উৎস থেকে।

ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের দেশীয় ঋণের স্থিতি ছিল ৮ লাখ ৪৩ হাজার ৭৯৯ কোটি টাকা। আর ডিসেম্বর পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি ৭ হাজার ৯৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারকে ১১৭ টাকা ধরে হিসাব করলে তা ৯ লাখ ৩২ হাজার ৪০৮ কোটি টাকায় দাঁড়ায়।

বাজেট তৈরির সময় সরকার ঘাটতির লক্ষ্যমাত্রা প্রায় প্রতি অর্থবছরেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের কিছুটা বেশি রাখে। এবারই এ লক্ষ্যমাত্রা ৫ শতাংশের নিচে রাখা হচ্ছে। তারপরও ঘাটতির পরিমাণ বাড়ছে, যা মেটাতেই বিপুল ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করছে সরকার।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন