26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

বাজেট: নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরানোর চেষ্টা

বাজেট এলেই সবার আগ্রহের কেন্দ্রে থাকে, কোন পণ্যের দাম বাড়লো, আর কোনটার দাম কমলো। সার্বিকভাবে কমার চেয়ে, দাম বাড়ার তালিকাটাই থাকে বেশি লম্বা। তবে, এবার কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা করছে সরকার।

বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় সংসারের নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। এবারের বাজেটে কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা করেছে সরকার। পেঁয়াজ রসুন, ভোজ্য তেলসহ ৩০টি পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে। ফলে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে কিছুটা স্বস্তি মিলতে পারে।

যারা ভাবছেন কাচাবাড়িটি এবার পাকা করে ফেলবেন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কারণ রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।


আর সেই বাড়িতে আপনার সুইচ সকেট ব্যবহার করবেন, তাতেও মিলবে খানিকটা কমদাম। দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হচ্ছে। সঙ্গে কমবে ইলেকট্রিক মোটরের দাম। আপনি সেই ঘরে একটু সৌখিনতা আনতে চাইলে ব্যবহার করতে পারেন কার্পেট। কারণ, কার্পেট তৈরির প্রধান কাঁচামালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।

নিত্যপণ্য, বাড়ি, এরপর গাড়ি যদি নাও কিনতে পারেন তাতে অসুবিধা নেই। আপনি চাইলে কিনতে পারেন একটি মোটরসাইকেল। কারন, দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হচ্ছে।

স্বাস্থ্যখাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এডিস মশা। এই মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। এবার সেই ডেঙ্গুর কিট আমদানিতে কর রেয়াত সুবিধা দেয়া হয়েছে। আরো খরচ কমবে কিডনির ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায়। এছাড়া খরচ কমবে গুঁড়োদুধ ও বিদেশি চকলেটের।

কমার তালিকা যতই লম্বা হউক বাড়ার তালিকাও নেহায়াৎ কম নয়। ‍সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে। তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে।

এবার বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ। কারণ একশো টাকায় ৩০ টাকা ভ্যাট ও সম্পুরক শুল্ক কেটে নিবে সরকার। আরো বাড়বে গাড়ি, ফ্রিজ, এসি কেনার খরচ।

অনেকে বিদ্যুৎ বিল সাশ্রয়ে এলইডি বাল্ব ব্যবহার করেন। এবার বাড়বে তার খরচ, সঙ্গে বাড়বে জেনারেটর খরচ।

খরচ বাড়বে কোমল পানীয়র। কাজুবাদাম, পানির ফিল্টারের দাম বাড়বে। সঙ্গে যোগ হবে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সরঞ্জামের।

কর ব্যতীত প্রাপ্তি বাড়াতে আগামী বাজেটে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারামূল্য কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাশুলও।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন