25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

হয় তারা থাকবে, না হয় আমি: বাটলার

১৮ জন নারী ফুটবলার পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার যে ঘোষণা করেছেন, এর বিপরীতে ব্রিটিশ কোচ কঠোর অবস্থান নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি- বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাটলার।

বাটলার বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি।

আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

১৮ জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন। এর মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য। তাঁদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বলেন, ‘আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোন সুযোগ নেই।’

বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে বাদ দিতে চান বলে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

পড়ুন :হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী ফুটবলার সুমাইয়া 

দেখুন :বাটলার ঝড়ে উড়ে গেল যুক্তরাষ্ট্র, সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন